ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ব্যাটিং-বোলিংয়ে ওপেন করে মিরাজের অনন্য রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৩ ০১:১৭:৫১
ব্যাটিং-বোলিংয়ে ওপেন করে মিরাজের অনন্য রেকর্ড

সেদিন বোলিংও ওপেন করেন মেহেদি। সেদিন সবার প্রতাশিত কাজটাই করে দেখিয়েছিলেন মেহেদি। লিটন দাশের সাথে গড়েন ১২০ রানের ওপেনিং জুটি।

মেহেদি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ব্যাটিং ও বোলিং ওপেন করেছেন। ওয়ানডেতে এমন রেকর্ডও খুববেশি না। মাত্র ১৭১ বারই কোনো খেলোয়াড়কে ব্যাটি-বোলিং ওপেন করতে দেখা গেছে। আর মাত্র ৪৫ জনই এমমন কীর্তি গড়েছেন। এই ৪৫ জনের মাঝে ৪৫তম কীর্তিমান হচ্ছেন মেহেদি মিরাজ। মেহেদি এশিয়া কাপে ব্যাট হাতে ও বল হাতে যে কীর্তি দেখিয়েছেন, তাতে তাঁকে ভবিষ্যতে সাকিবের উত্তরসূরী বললেও কিন্তু বললে ভুল হচ্ছে না।

মেহেদি ছাড়াও যারা এই ডাবল ওপেনিং এর রেকর্ড গড়েছেন তাদের মাঝে অন্যতম হচ্ছেন, মনোজ প্রভাকর (ভারত), নীল জনসন (জিম্বাবুয়ে), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), তিলকারত্নে দিলশান ( শ্রীলংকা)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ