ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বাংলাদেশ দল জিতলে দারুণ খুশি হই আমি’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৩ ০০:২৮:০৯
বাংলাদেশ দল জিতলে দারুণ খুশি হই আমি’

আর বাংলাদেশ দল জিতলে খুশিও হোন পাকিস্তান দলের অধিনায়ক সানা মীর। এমনটাই জানালেন তিনি। এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘এশিয়া কাপে বাংলাদেশ যখন আমাদের হারাল, তখন সালমা-রুমনাদের কাছে গিয়ে অভিবাদন জানিয়েছিলাম।

ওরা যেভাবে খেলছে সেটি অন্যদের জন্য অনুপ্রেরণা। আমি ভাগ্যবান বাংলাদেশের মেয়েদের ক্রিকেট শুরুর সময়টা দেখেছি। অল্প সময়ে তারা যে উন্নতি করেছে, সেটা অবিশ্বাস্য। আমি সালমা-রুমানাদের বোনের চোখে দেখি।’

সানা আরো বলেন ,’ভাবতে ভালো লাগে যে এশিয়ার আরেকটি শক্তি এখন বাংলাদেশ। একজন ক্রিকেটার হিসেবে, একজন এশিয়ান হিসেবে বাংলাদেশের উন্নতি দেখে আমি সত্যিই খুব খুশি। শুধু এশিয়ার মধ্যে নয়, দলটি বিশ্বকাপেও ভালো কিছু করবে সে আশা রাখি এবং শুভ কামনা জানাই।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ