ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আশরাফুলের হাফসেঞ্চুরি, এনামুলের ৬ উইকেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০২ ১৭:৪২:৪৪
আশরাফুলের হাফসেঞ্চুরি, এনামুলের ৬ উইকেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রো আর সিলেট বিভাগের ম্যাচ চলছে। প্রথম দিনে ক্যারিয়ারসেরা এক ইনিংস (১৫৭) খেলেন সাদমান ইসলাম। তারপরও ঢাকা মেট্রোর পুঁজিটা তেমন বড় হয়নি। মোহাম্মদ আশরাফুল হাল না ধরলে হয়তো ৪২৬ পর্যন্তও যেতো না।

আশরাফুল ব্যাটিংয়ে নেমেছিলেন ছয় নাম্বারে। ১০৮ বল মোকাবেলায় ৬ বাউন্ডারিতে ৫৩ রান করে শাহানুর রহমানের শিকার হন তিনি। এছাড়া মার্শাল আইয়ুব ৫০ আর মেহরাব হোসেন করেন ৩৮ রান।

ঢাকা মেট্রোর পুঁজিটা যে প্রত্যাশামত বড় হয়নি, তার আসল কারণ এনামুল হক জুনিয়রের ঘূর্ণি-জাদু। ১৬৪ রান খরচায় ঢাকা মেট্রোর ৬ উইকেট তুলে নেন সিলেট বিভাগের এই স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ৩৩তম পাঁচ উইকেট শিকার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ