ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

হংকংয় বনাম বাংলাদেশের খেলা শেষ, দেখুন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০২ ১৫:৪০:০৮
হংকংয় বনাম বাংলাদেশের খেলা শেষ, দেখুন ফলাফল

হংকংয়ের দেওয়া ৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ৫ ওভারে স্কোরবোর্ডে ৩০ রান তুলতে ৪ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর চাপ সামলে আকবর আলীর ২৫ ও মাহমুদুলের অপরাজিত ৩২ রানে ভর করে ১১.২ ওভারে ৫ উইকেট হতে রেখে সহজ জয় পায় টাইগাররা। হংকংয়ের পক্ষে নাসরুল্লাহ রানা ৩৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমেছিলেন হংকংরা। তবে টাইগারদের বোলিং তোপে ৪৬.৫ ওভারে মাত্র ৯১ রানে অল আউট হয় হংকং। বাংলাদেশের পক্ষে রিশাদ মাত্র ১১ রানে ৩ উইকেট ও মৃতঞ্জয়ী এবং রাকিবুল ২ টি করে উইকেট নেয়।

সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ৯২/৫ (১১.২ ওভার)মাহমুদুল হাসান ৩২*,আকবর আলী ২৫নাসরুল্লাহ রানা ৪/৩৯

হংকং: ৯১/১০ (৪৬.৫)খালান চাল্লু ১৬, গোরাওয়া ১৬।রিশাদ ৩/১১

ফলাফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাজিদ হোসেন, তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, আকবর আলী (উইকেটরক্ষক), মৃতাঞ্জন চৌধুরী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রকিবুল হাসান, মিনহাজুর রহমান, প্রান্তিক নওরোজ নাবিল।

হংকং একাদশ: হারপ্রীট সিং, কালানান চ্যলু, আদিত গোরওয়ারা, নাসরুলা রানা, হারুন আর্শেদ, মোহাম্মদ হাসান, ড্যানিয়েল বাট, কবির সোহি ( উইকেটরক্ষক/ অধিনায়ক), রুনক কাপুর, ওয়াজিদ শফি, হাসান খান

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ