ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

তবে কি মাহমুদউল্লাহ রিয়াদই হচ্ছেন বাংলাদেশ দলের নতুন অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০২ ১৪:৫০:১১
তবে কি মাহমুদউল্লাহ রিয়াদই হচ্ছেন বাংলাদেশ দলের নতুন অধিনায়ক

সাকিবের জায়গায় জিম্বাবুয়ের বিপক্ষে কে হবেন বাংলাদেশের অধিনায়ক? মারাত্মক চোট নিয়ে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার মাঠের বাইরে ছিটকে যাওয়ার পর বারবার এই প্রশ্নই উঠছে ঘুরেফিরে। এর উত্তর হল- মাহমুদউল্লাহ রিয়াদ অথবা মুশফিকুর রহিমের কেউ একজনই পরবেন সাকিবের আর্মব্যান্ড। তবে এই দৌড়ে এগিয়ে আছেন রিয়াদই।

এ বছর নিদাহাস ট্রফিতে ফাইনালের আগের চারটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ। টি-২০ ফরম্যাটের ঐ তিন জাতির সিরিজে তার বিচক্ষণ নেতৃত্বের কারণে অধিনায়কত্বের ক্ষেত্রে সাকিবের অভাব খুব একটা বোধ করতে হয়নি দলকে। নেতৃত্ব দিয়েছেন টেস্ট ক্রিকেটেও। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে রয়েছে মান সম্মান রক্ষার প্রশ্ন। ছোট দলগুলোর বিপক্ষে টাইগারদের পা পিছলে পড়ার দৃষ্টান্তও তো কম নয়। আর তাই সাকিবের বদলে রিয়াদই থাকছেন বোর্ডের পছন্দের তালিকার প্রথমে।

তবে এই তালিকায় রয়েছেন রিয়াদের কাছের আত্মীয় ও জাতীয় দলের পাঁচ সিনিয়রের একজন মুশফিকুর রহিমও। তিন ফরম্যাট মিলিয়ে অল্প বয়সেই দলকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন মুশফিক। বোর্ডের বড় একটা অংশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে দেখতে চাচ্ছেন তাকেও। শেষপর্যন্ত রিয়াদ নাকি মুশফিক থাকবেন অধিনায়কের ভূমিকায়, সেটির উত্তর এখন সময়ের হাতে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ