ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আফগানিস্তান প্রিমিয়ার লিগ খেলতে আজ ঢাকা ত্যাগ করেছেন তাসকিন আহমেদ।

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০২ ১৩:১০:০৯
আফগানিস্তান প্রিমিয়ার লিগ খেলতে আজ ঢাকা ত্যাগ করেছেন তাসকিন আহমেদ।

এবারের আফগান প্রিমিয়ার লিগে খেলবে মোট পাঁচটি দল। মজার ব্যাপার হলো, তামিম আর মুশফিককে নিয়েছে একই দল। তাদের দলের নাম নাঙ্গরহার। যে দলে আছেন আন্দ্রে রাসেল, মুজিব উর রহমান, মোহাম্মদ হাফিজের মতো তারকা।

এদিকে আফগানিস্তান প্রিমিয়ার লিগ খেলতে আজ ঢাকা ত্যাগ করেছেন তাসকিন আহমেদ।

আসুন এক নজরে দেখে নেয়া যাক তামিম-মুশফিকের দল নাঙ্গরহার কোনদিন কার বিপক্ষে খেলবে…

০৬ অক্টোবর- নাঙ্গরহার বনাম কান্দাহার ০৭ অক্টোবর-নাঙ্গরহার বনাম পাকতিয়া ০৯ অক্টোবর- নাঙ্গরহার বনাম কাবুল১১ অক্টোবর-নাঙ্গরহার বনাম বালখ১২ অক্টেবর-নাঙ্গরহার বনাম কাবুল১৩ অক্টোবর-নাঙ্গরহার বনাম কান্দাহার১৪ অক্টোবর-নাঙ্গরহার বনাম পাকতিয়া১৭ অক্টোবর-নাঙ্গরহার বনাম বালখ

১৯ অক্টোবর-প্রথম সেমিফাইনাল২০ অক্টোবর-দ্বিতীয় সেমিফাইনাল

২১ অক্টোবর-ফাইনাল

*সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ