ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জাতীয় ক্রিকেট লিগে নিজের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি হাকালেন মোহাম্মদ অাশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০২ ১৩:০৭:৩৭
জাতীয় ক্রিকেট লিগে নিজের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি হাকালেন মোহাম্মদ অাশরাফুল

২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ঢাকা মেট্রো। দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩৩২ রান। মেহরাব হোসেন জুনিয়র ২৮ ও মোহাম্মদ আশরাফুল ১ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

ঘরের মাঠে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সিলেট। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে যেনো খুশিই হন ঢাকা মেট্রোর দুই ওপেনার সাদমান ইসলাম ও সৈকত আলি। উদ্বোধনী জুটিতে এ দুজন মিলে যোগ করেন ১১২ রান। ৫ চারের মারে ৪২ রান করে আউট হন সৈকত।

দ্বিতীয় উইকেটেও শামসুর রহমানকে সাথে নিয়ে ঠিক ১১২ রানের জুটি গড়েন সাদমান। এ জুটিতে শামসুরের অবদান ৩৪ রান। ততক্ষণে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন বাঁহাতি ওপেনার সাদমান। তৃতীয় উইকেটে মার্শাল আইয়্যুবের সাথে ৬২ রানের জুটি গড়েন প্যাভিলিয়েন ফেরেন তিনি।

আবু জায়েদ রাহীর বোলিংয়ে এবাদত হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ২৩৮ বলের ইনিংসে ২০ চার ও ২ ছক্কার মারে ১৫৭ রান করেন সাদমান। তার বিদায়ের খানিক পরে নিজের অর্ধশত তুলে নিয়ে সাজঘরের পথ ধরেন মার্শাল। ৮৪ বলে ৩ চারের মারে ৫০ রান করেন তিনি।

অাজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি করেন অাশরাফুল। বর্তমানে ৫১ রানে ক্রিজে ব্যাট করছেন তিনি। আর তাঁর দলের সংগ্রহ এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ উইকেটে ৪২০ রান। ক্রিজে আশরাফুলের সঙ্গী হিসেবে অপরাজিত আছেন মোহাম্মদ শহিদুল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ