ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

যুব এশিয়া কাপে টাইগারদের বোলিং তোপে হংকং

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০২ ১২:৪০:৪৮
যুব এশিয়া কাপে টাইগারদের বোলিং তোপে হংকং

টস হেরে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিংয়ে নামে হংকংরা। তবে টাইগারদের বোলিং তোপে পুরোপুরি এলোমেলো হংকং ব্যাটিং লাইনআপ।Advertisement - PJM

দিনের শুরু থেকেই বল হাতে দাপট দেখাতে থাকে বাংলাদেশ। হংকং শিবিরে শুরুতেই আঘাত হানেন শরিফুল। এরপর রিশাদ, রকিবুল ও মিনহাজুর বলে ছন্নছাড়া হয়ে পড়ে তারা।

এ প্রতিবেদনে লেখা পর্যন্ত টাইগারদের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৬২/৬ ( ২৮.৪ ওভার)।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাজিদ হোসেন, তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, আকবর আলী (উইকেটরক্ষক), মৃতাঞ্জন চৌধুরী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রকিবুল হাসান, মিনহাজুর রহমান, প্রান্তিক নওরোজ নাবিল।

হংকং একাদশ: হারপ্রীট সিং, কালানান চ্যলু, আদিত গোরওয়ারা, নাসরুলা রানা, হারুন আর্শেদ, মোহাম্মদ হাসান, ড্যানিয়েল বাট, কবির সোহি ( উইকেটরক্ষক/ অধিনায়ক), রুনক কাপুর, ওয়াজিদ শফি, হাসান খান

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ