ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০২ ১১:০৮:১৮
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ

এবারের নারী এশিয়া কাপে দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্যম আর সাহসে ভরা এই দলের বিশ্বকাপের জন্য আত্নবিশ্বাস আরো বৃদ্ধি করতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে আগের পাঁচ বারের মোকাবেলায় চারবারই হেরেছে বাংলাদেশ। একমাত্র জয়টি এসেছে সর্বশেষ মোকাবেলায় এশিয়া কাপে।

আপাতত ঐ ম্যাচ থেকেই প্রেরণা খুঁজতে পারে সালমা-রুমানারা। তবে সিরিজটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। কেননা আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিরিজটি মূলত আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ স্কোয়াডঃ রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টুয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শা রহমান, শামীমা সুলতানা, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রীতু মনি, সাঞ্জিদা ইসলাম , শারমিন সুলতানা, সুরায়া আজমিন, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, মুর্শিদা খাতুন।

পাকিস্তান স্কোয়াডঃ জাভে্রিয়া ওয়াদুদ (অধিনায়ক), বিবি নাহিদা, আয়শা জাফর, মুনিব আলী সিদ্দিকী, সিদরা আমিন, ওমাইমা সোহেল, নিদা রশিদ, সিদরা নওয়াজ, সানা মীর, নাশরা সুন্দু, আনুম আমিন, নাটালিয়া পারভেজ, আলিয়া রিজা, ডায়ানা বেগ, আইমান আনোয়ার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ