ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ধোনির যে পরামর্শে ভাগ্য বদলে গেল রিকশাওয়ালার ছেলের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০২ ০০:০৯:২৪
ধোনির যে পরামর্শে ভাগ্য বদলে গেল রিকশাওয়ালার ছেলের

টেস্ট স্কোয়াডে আসার পর সিরাজের মনে পড়ছে ধোনির কথা। গত বছরের নভেম্বরে রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ডানহাতি পেসার যখন মার খাচ্ছিলেন, তখন ধোনি এগিয়ে এসে তাকে বলেছিলেন, ‘ব্যাটসম্যানের ফুটওয়ার্ক মন দিয়ে নজর করে সেই মতো লাইন-লেংথ বদলাও। ওই কথাটা মেনে চলেই আমার বোলিংয়ে উন্নতি ঘটেছে।’

ভারত অধিনায়ক বিরাট কোহালির পরামর্শও পেয়েছিলেন তিনি। টি-টোয়েন্টিতে অভিষেকের আগে সিরাজকে তিনি বলেছিলেন, ‘কোহালি প্রথমেই বলেছিল, টেনশন না করতে। খেলার জন্য তৈরি থাকতে। আমি তো বেশ নার্ভাস ছিলাম। মাঠে ও আবার বলল, যে ভাবে বল করে আসছি, সেই ভাবেই বল করতে। বেশি পরীক্ষা না করতে। তাতেই চাপ কেটে গিয়েছিল। নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট নিয়ে তাই ভাল লেগেছিল।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ