ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সাকিবের আঙুলে সংক্রমণ, ফিজিওর কাছে ব্যাখ্যা চাইবে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০১ ২৩:৪৯:৫৬
সাকিবের আঙুলে সংক্রমণ, ফিজিওর কাছে ব্যাখ্যা চাইবে বিসিবি

কিন্তু বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন বুঝতেই পারেননি সাকেবর আঙুলে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তার এই অপারগতায় বড় ক্ষতি হতে পারত সাকিবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই ফিজিওর কাছে ব্যাখ্যা চাইবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

ফিজিও’র ব্যাপারে সাকিব নিজেই সংবাদ মাধ্যমে কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করে বলেছিলেন, ‘আমি গত ১৪-১৫ দিন ধরেই দলের সঙ্গে ছিলাম। ডাক্তার সাথেই সাথেই বলেছেন কী হয়েছে, কিন্তু ফিজিও সেটা করেননি। এটা সত্যি যে ফিজিও ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারেন না। তবে এই ভুলের জন্য কিছুটা দায় তাকে নিতেই হবে।’

সোমবার আকরাম খান বলেছেন, ‘আমরা অবশ্যই তার কাছে জানতে চাইব, সাকিবের কেন এমন হয়েছে। প্রধান নির্বাহীর (নিজাম উদ্দিন চৌধুরী সুজন) সঙ্গে কথা বলে জবাবদিহি চাওয়া হবে। সাকিবের আরও খারাপ কিছু হতে পারত। ফিজিওকে দলে রাখাই হয়েছে খেলোয়াড়দের দেখে রাখার জন্য।’

আঙুলে অস্ত্রোপচারের পর রোববার হাসপাতাল ছাড়েন সাকিব। তিন সপ্তাহ পর আরেকটি অস্ত্রোপচার লাগবে। মাঠে ফিরতে সময় লাগবে কমপক্ষে তিন মাস।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ