ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বাংলাদেশ খুব তাড়াতাড়ি শিরোপা জিততে শুরু করবে : চামিন্দা ভাস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০১ ১৯:১০:৩২
বাংলাদেশ খুব তাড়াতাড়ি শিরোপা জিততে শুরু করবে : চামিন্দা ভাস

শ্রীলঙ্কা বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। শুরুর ম্যাচে ইনজুরির কবলে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তামিম। অন্যদিকে ইনজুরি নিয়ে খেলে যাচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত লড়াই করেও দুই ম্যাচ আগেই দেশে ফিরেছেন তিনি। এছাড়াও ইনজুরি নিয়ে খেলেছেন মুশফিকুর রহিম ও দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা।

দলের ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে দেখে মুগ্ধ হয়েছেন সাবেক ক্রিকেটাররা। অন্যান্যদের মতো মুগ্ধ করেছে ভাসকেও। বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা জানিয়েছেন।

এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে শ্রীলঙ্কান সাবেক পেসার বলেন, ‘দুর্দান্ত। আসলে বাংলাদেশ গত ১০-১২ বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে। এই সময়ের আগে ক্রিকেটে বাংলাদেশ যেখানে ছিল, সেখান থেকে এত দূর আসাটা মুখের কথা নয়। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেটে সম্মানজনক একটা জায়গা আদায় করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই যে এশিয়া কাপের ফাইনাল খেলল, সেটা তো এমনি এমনি হয়নি। খুব তাড়াতাড়ি হয়তো শিরোপাও জিততে শুরু করবে। আমি বাংলাদেশের ক্রিকেটের দারুণ ভবিষ্যৎ দেখতে পাই।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ