ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জয়ের পথে বাংলাদেশ ৪১ ওভার শেষ দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০১ ১৬:৪৮:২৮
জয়ের পথে বাংলাদেশ ৪১ ওভার শেষ দেখুন সর্বশেষ স্কোর

এদিন চট্টগ্রামে সকাল ৯টা বাজে শুরু হওয়া ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ দল। টসে হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

দলের পক্ষে ৫৮ বলে ৬৭ রান করেন ওয়াকার আহমেদ। বাংলাদেশের হয়ে রিশাদ ৩টি এবং শরিফুল নেন ২টি উইকেট। ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। যদিও পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়েছে যুব টাইগাররা।

স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই ০ রানে বিদায় নিয়েছেন তানজিদ হাসান। এরপর ৮ ওভার পর্যন্ত ২৯ রানের জুটি গড়েন প্রান্তিক নাবিল; এবং সাজিদ হোসেন। কিন্তু নিসাম শাহ্‌র বলে পাকিস্তানি অধিনায়কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ওপেনার সাজিদ। ২৬ বলে ২১ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। যেখানে চারটি চারের মার ছিল তাঁর।

এরপর ৮ বলে ১০ রান করে আউট হন টাইগার অধিনায়ক। কিন্তু হাল ছাড়েননি প্রান্তিক। শামিম হোসেনকে নিয়ে গড়েছিলেন ৯৭ রানের জুটি। কিন্তু ব্যাট হাতে ৯৩ বলে ৫৮ রান করে আউট হন প্রান্তিক। ১০২ বলে ৫৮ রান নিয়ে এখনও ক্রিজে আছেন শামিম।

বর্তমানে শামিমের সঙ্গী হিসেবে ব্যাটিং করছেন আকবর আলী। ১৫ বলে সাত রান নিয়ে অপরাজিত আছেন তিনি।

রিপোর্টটি লিখাকালিন সময় বাংলাদেশ যুবাদের সংগ্রহ ছিল ৪১ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৬১ রান।

বাংলাদেশ একাদশঃ তানজিদ হাসান, প্রান্তিক নাবিল, সাজিদ হোসেন, তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন, আকবর আলি, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, অভিশেক দাস, শরিফুল ইসলাম।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ