ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সাকিবের পর এবার নৌকা প্রতীকে ভোট চাইলেন ক্রিকেটার মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০১ ১৬:২০:১৫
সাকিবের পর এবার নৌকা প্রতীকে ভোট চাইলেন ক্রিকেটার মিরাজ

কিছুদিন আগে সাকিব আল হাসান রংপুরে একটি রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করে একজন নেতার পক্ষে ভোট চান। এবার সেই তালিকায় নাম লিখালেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের জন্য নৌকা প্রতীকে (আওয়ামী লিগের) ভোট চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এশিয়া কাপ খেলে যেখানে সবাই ক্লান্ত, তখনি পাপন সাহেব মিরাজকে বিশ্রাম এর সুযোগ না দিয়ে উড়িয়ে নিয়ে গেলেন ভৈরব তার পক্ষে ভোট চাওয়ার জন্য।

গত রোববার (৩০ সেপ্টেম্বর) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে নাজমুল হাসান পাপনের নির্বাচনী জনসভায় অতিথি হিসেবে বক্তৃতা দেয়ার সময় মেহেদী হাসান মিরাজ নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের পাশে থাকার আহবান জানান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ