ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

চালু হলো আইসিসির নতুন বৃষ্টি আইন, দেখুন কি পরিবর্তন আসলো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০১ ১২:৪৮:৪৯
চালু হলো আইসিসির নতুন বৃষ্টি আইন, দেখুন কি পরিবর্তন আসলো

নতুন ঘোষিত এই নিয়ম মহিলা ও পুরুষ উভয় ক্রিকেটেই কার্যকর হবে । ইনিংসের শেষ দিকে যে দল বেশি রান করবে তারা একটু বেশি সুবিধা পাবে৷ যেমন ওয়ান ডের ক্ষেত্রে ইনিংসের শেষ ২০ ওভারের রান রেট বেশি গুরুত্ব পাবে৷

এছাড়াও নতুন নিয়মে প্লেয়ারদের কোড অফ কান্ডাক্টেও বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে৷ ২ জুলাই ডাবলিনে আইসিসির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়৷ নতুন নিয়মে লেভেল ৩ অফেন্সের জন্য ৮ থেকে সাসপেনসন পয়েন্ট বেড়ে হয় ১২৷ অর্থাৎ ৬টি টেস্ট এবং ১২টি ওয়ান ডে ম্যাচের সমতুল্য৷ এখন থেকে লেভেল ১,২,৩ চার্জ দিতে পারবেন ম্যাচ রেফারি৷ লেভেল ৪ চার্জের শুনানি হবে জুডিসিয়াল কমিশনে৷

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ