ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

হাসপাতাল ছাড়লেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০১ ০০:০০:৫২
হাসপাতাল ছাড়লেন সাকিব

বৃহস্পতিবার সাকিব হাসপাতালে আসার পরে ডাক্তার তার হাতের অবস্থা দেখে পুরাই বিস্মিত। ‘কি অবস্থা আপনার? এমন অবস্থা নিয়ে খেললেন কি করে? আঙুল যে ফুলে ঢোল হয়ে গেছে। পানি আর পুঁজ গেছে জমে। আগে এই জমে থাকা পানি ও পুঁজ সরাতে হবে, তারপর অন্য কথা। এরপর উন্নত চিকিৎসা।’

প্রথমিকভাবে সাকিবের উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক সংবাদ বিবৃতিতে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। বিবৃতিতে তারা লিখেছে, ‘বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান বাম হাতের কনিষ্ঠ আঙুলে ফোলা ও তীব্র যন্ত্রণা নিয়ে গত ২৭শে সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতাল ঢাকায় আসে। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে এবং বিসিবির সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত নেই।

হাসপাতালে আসার দুই ঘণ্টার মধ্যে চিকিৎসা সম্পন্ন হয় এবং ৫০-৬০ মিলি. পুঁজ বের করা হয়। তারপর সংক্রমণ সম্পর্কিত জটিলতা নিরসনের জন্য কালচারাল ও সেনসিটিভিটি টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়।

রিপোর্টে জানা যায়, সিউডেমোনাস জাতীয় ব্যাকটেরিয়ার কারণে ইনফেকশনটি হয়েছিল। আমাদের অপারেশনটি সাকসেসফুল হয়েছিল এবং উনি দ্রুত আরোগ্য লাভ করে আজ ৩০শে সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ