ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

শুধুই আক্ষেপের ইতিহাস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ৩০ ২০:৪৬:১৭
শুধুই আক্ষেপের ইতিহাস

আক্ষেপ - ১

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, মিরপুর, ২০০৯

বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ১৫২

শ্রীলঙ্কা: ৪৮.১ ওভারে ১৫৩/৮

ফল: শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী

আক্ষেপ - ২

২০১২ সাল - ২ রানে হেরে যাওয়ার সেই এশিয়া কাপের কান্না আজো কানে বাঁজে।

এশিয়া কাপ ফাইনাল, মিরপুর, ২০১২

পাকিস্তান: ৫০ ওভারে ২৩৬/৯

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৪/৮

ফল: পাকিস্তান ২ রানে জয়ী।

আক্ষেপ - ৩

২০১৬ সাল - টি-টোয়েন্টি বিশ^কাপের আগে এশিয়া কাপে বাজে ভাবে ঘরের মাঠে আত্মসমর্পণ করার দৃশ্য সেদিন মেনে নিতে বাধ্য হয়েছিল ক্রিকেট ভক্তরা।

এশিয়া কাপ টি-টোয়েন্টি, মিরপুর, ২০১৬

বাংলাদেশ: ১৫ ওভারে ১২০/৫

ভারত: ১৩.৫ ওভারে ১২২/২

ফল: ভারত ৮ উইকেটে জয়ী।

আক্ষেপ - ৪

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, মিরপুর, ২০১৮

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২২১

বাংলাদেশ: ৪১.১ ওভারে ১৪২

ফল: শ্রীলঙ্কা ৭৯ রানে জয়ী।

আক্ষেপ - ৫

নিদাহাস টি-টোয়েন্টি, কলম্বো, ২০১৮

বাংলাদেশ: ২০ ওভারে ১৬৬/৮

ভারত: ২০ ওভারে ১৬৮/৬

ফল: ভারত ৪ উইকেটে জয়ী।

আক্ষেপ - ৬

২০১৮ সাল - নিদাহাস ট্রফির ফাইনালে হারের জ¦ালা বাংলাদেশ বহু বছর বয়ে বেড়াবে। এভাবে আনন্দ উদ্‌যাপন করার কথা তো বাংলাদেশেরই! সেটা হয়নি।

এশিয়া কাপ, দুবাই, ২০১৮

বাংলাদেশ: ৪৮.৩ ওভারে ২২২/১০

ভারত: ৫০ ওভারে ২২৩/৭

ফল: ভারত ৩ উইকেটে জয়ী।

আশার নৌকা তীরের ঠিকানা পাবে কবে? কবে এই আক্ষেপের ইতিহাস লেখা শেষ হবে?

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ