ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সাকিবকে দেখতে হাসপাতালে মাশরাফি এবং পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ৩০ ১৫:৫৬:০৫
সাকিবকে দেখতে হাসপাতালে মাশরাফি এবং পাপন

এশিয়া কাপ শেষে শনিবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেছিলেন অধিনায়ক মাশরাফি এবং বোর্ড সভাপতি। পর দিন অর্থাৎ রবিবারই দেশ সেরা ক্রিকেটারকে দেখতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান দু'জন।

এদিকে গত ২৮শে সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সাকিবকে। বাঁহাতের কনিষ্ঠা আঙ্গুলের ইনজুরি গুরুতর হয়ে ওঠায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

জানুয়ারি মাস থেকে বয়ে বেড়ানোর ইনজুরি নিয়েই এতদিন খেলা চালিয়ে গিয়েছিলেন সাকিব। কিন্তু এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আঙ্গুলের অবস্থা ভয়াবহ আকার ধারন করলে দেশে ফিরে এসেছিলেন তিনি।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দেশে ফিরেই আঙ্গুলের ইনজুরির সমাধানে সার্জারি করতে চেয়েছিলেন সাকিব। বিসিবি সাকিবকে এশিয়া কাপের জন্য দলে চেয়েছিল।

কিন্তু পুরো টুর্নামেন্ট শেষ করে আসতে পারেনি সাকিব। এর আগেই তাঁকে দেশে ফিরে আসতে হয়েছিল এবং দেশে ফিরেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে সাকিবকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ