ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করেছেন আম্পায়ার : আফ্রিদি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ৩০ ১২:২১:১২
ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করেছেন আম্পায়ার : আফ্রিদি

কুলদীপ যাদবের বলে ১২১ রানে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে মাঠ ছাড়েন লিটন। এই আউট নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সবাই এই আউট নিয়ে আম্পায়ার রড টাকারের পক্ষপাতের কথা বলেন।ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করেছেন আম্পায়ার : আফ্রিদি

অন্যদের মত এই আউট মেনে নিতে পারেনিন পাকিস্তানি সুপার স্টার শহীদ আফ্রিদি। এই বিষয়ে তিনি আম্পায়ারকে দোষারোপ করে বলেন, ” ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করেছেন আম্পায়ার ! আজ লিটনকে যে আউট দেওয়া হয়েছে এটা পুরোপুরি নিজেদের মনগড়া সিদ্ধান্ত আমার মনে হচ্ছে।

আফ্রিদি আরো বলেন, এই রায়টা আসার কথা ছিল ব্যাটসম্যানদের পক্ষে এই রায় কেনো উল্টিয়ে গেলো। তারপর বাংলাদেশ যে পাওয়ার দেখিয়েছে ভারত তা সারা জীবন মনে রাখবে। বেস্ট অফ গুড লাক বাংলাদেশ।”

উল্লেখ্য, গতকাল লিটনের এই আউটের পর থেকে ক্রিকেট দুনিয়ায় চলছে সমালোচনার ঝড়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ