ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপের পুরস্কারের তালিকা, দেখুন কে কত লাখ টাকা পুরস্কার পেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ৩০ ১১:০৮:৫৪
এশিয়া কাপের পুরস্কারের তালিকা, দেখুন কে কত লাখ টাকা পুরস্কার পেল

চ্যাম্পিয়ন: এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত। চ্যাম্পিয়ন হিসেবে এক লাখ ডলার পুরস্কার পেয়েছে টিম ইন্ডিয়া। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৮০ লাখ টাকা।

রানার্স-আপ: ভারতের কাছে শেষ বলের হেরে টানা দ্বিতীয়বারের মত এশিয়া কাপে রানার্স-আপ হয় বাংলাদেশ। এর ফলে পুরস্কার হিসেবে ৫০ হাজার ডলার পায় মাশরাফির দল। বাংলাদেশী মুদ্রায় যা দাড়ায় প্রায় ৪০ লাখ টাকা।

ফাইনাল ম্যাচের সেরা: ফাইনালে ১২১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। তার ১১৭ বলের ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কার মার ছিলো। ফাইনালে বাংলাদেশ ৩ উইকেটে হারলেও ম্যাচ সেরা হয়েছেন লিটন। তাই ৫ হাজার ডলার পুরস্কার পান তিনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ টাকা।

টুর্নামেন্ট সেরা: পুরো আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। ৫ ম্যাচের ৫ ইনিংসে ২টি সেঞ্চুরিতে ৬৮.৪০ গড়ে ৩৪২ রান করেন তিনি। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ধাওয়ান। তাই টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেন ধাওয়ান। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৫ হাজার ডলার (১২ লাখ টাকা)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ