ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়ে বলতেছে, ওপেন করতে পারবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৯ ২২:৪৬:০১
মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়ে বলতেছে, ওপেন করতে পারবি

যদিও লিটন ছন্দে ফিরেছে। আমাদের বোলাররা অসাধারণ খেলেছে। আমি আশাবাদী হতে চাই। নিশ্চয় দেশের মানুষও আত্মবিশ্বাস হারাবে না। ছেলেদের নিয়ে আমি গর্বিত।

বাংলাদেশে দলের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ বলেন, খেলার আগের রাতে যখন খেতে গিয়েছিলাম, তখন আমাকে মাশরাফি ভাই ডেকে নিয়ে বলতেছে, ওপেন করতে পারবি। তখন আমি বলি, আপনি যদি বলেন, টিমের প্রয়োজনে তাহলে করতে পারবো। পরে বললো সাহস নিয়ে ব্যাটিং করবি।

মিরাজ আরো বলেন, মাশরাফি ভাই আমাকে বলেছিলেন, প্রথম দশ ওভার ক্রিজে থাকতে হবে। কিন্তু যাতে উইকেট ধরে রাখা যায়। এবং সিঙ্গেল রুটে করে খেলতে হবে। আমি রুটেট করে খেলেছি, অপরদিকে লিটন দাস আক্রমণে ছিল। এতে আমরা বেশ সফল হয়েছি। উইকেট হাতে থাকলে পরে ব্যাটসম্যানরা সহজে খেলতে পারে।

যদি আমরা ভাল খেলি, তাহলে টিমের রেজাল্ট সহজে চলে আসবে। এছাড়াও দলে আমাদের সকলের ছোট ছোট কন্ট্রিবিশন ছিল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ