ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

শরীরী হিল্লোলে ঝড় তুলেছিলেন তিনি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৯:৩৮:৪৫
শরীরী হিল্লোলে ঝড় তুলেছিলেন তিনি

পরিবার থাকত ভারতের জয়সলমীরে। সেখান থেকে পোরবন্দর হয়ে গুজরাটে থিতু হয় নাগমার পরিবার। নাগমার মা সামা কাজি, বাবা মোরাজি।

১৯৯০-এ বাগী সিনেমায় সালমান খানের বিপরীতে আত্মপ্রকাশ নাগমার। ১৯৯৪ সালে সুহাগ সিনেমার মাধ্যমে অজয় দেবগন ও অক্ষয় কুমারের বিপরীতে ফের হিট সিনেমা উপহার দেন দর্শকদের। এরপরে হিন্দি সিনেমার পাশাপাশি তেলুগু, তামিল, ভোজপুরী সিনেমায় অভিনয় করতে থাকেন।

সঞ্জয় দত্ত, রাজ বব্বর, সালমান খানের মতো প্রথমসারির নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে শেষবার ‘ব্যাক টু হানিমুন’ সিনেমায় দেখা গেছে একসময়ের বুক কাঁপানো অভিনেত্রীকে। অভিনয় জীবন ছেড়ে দেওয়ার পরে কংগ্রেসে যোগ দেন তিনি। রাজীব গান্ধীকে শ্রদ্ধা করেন তিনি।

২০০৬ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার মা মুসলিম এবং বাবা হিন্দু। বড় হওয়ার সময় সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর শিক্ষা পেয়েছি। সাম্প্রদায়িক হানাহানি আমাকে ব্যথা দেয়। তাই আমি রাজনীতিতে যোগ দিয়েছি।’

২০০৩ সালে একবার নির্বাচনে লড়াইয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সেই সময়ে ফিল্মি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকার কারণে ভোটে লড়তে পারেননি। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ারও প্রস্তাব পেয়েছিলেন একসময়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে