ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সেই শেবাগ টুপি-খোলা শ্রদ্ধা জানালেন বাংলাদেশকে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৯:১৯:৩৭
সেই শেবাগ টুপি-খোলা শ্রদ্ধা জানালেন বাংলাদেশকে

স্বাভাবিকভাবেই তার সেই মন্তব্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে ক্ষত সৃষ্টি করে। এরপরও অনেকবারই বাংলাদেশের সমালোচনা করেছেন শেবাগ। সমালোচনার পরিবর্তে সেই শেবাগ এবার বাংলাদেশ দলকে জানালেন টুপি-খোলা শ্রদ্ধা।

শেবাগ একা নন। তার সঙ্গে মাশরাফির দলকে টুপি-খোলা শ্রদ্ধা জানিয়েছেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও। গতকাল শুক্রবার এশিয়া কাপের ফাইনালে ভারতেরক কাছে হারলেও শেষ বল পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। মাত্র ২২২ রানের পুঁজি নিয়েও ম্যাচটাকে শেষ বল পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, হারার আগে হার না মানা-মাশরাফির দলের এই লড়াকু মনোভাবই মুগ্ধ করেছে শেবাগকে।

বাংলাদেশ এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ খেলেছে দলেল সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে ছাড়াই। তারপরও চোয়ালব্ধ লড়াই করেছে মাশরাফির দল। পাকিস্তানকে হারিয়ে তো উঠেছিল ফাইনালেই। শুক্রবার দুবাইয়ের ফাইনালে ভারতের কাছে শেষ পর্যন্ত হেরে গেছে। কিন্তু হারার আগ পর্যন্ত দাঁতে দাঁত কামড়ে লড়াই করেছে।

নিজ দেশের বিপক্ষে মাশরাফিদের এই হার না মানা মানসিকতা দেখে অভিভূত শেবাগ, ‘বাংলাদেশ, এতো কাছে তবু কত দূর। আরও একবার এশিয়া কাপ জেতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ছাড়াও এমন উজ্জীবিত লড়াই উপহার দেওয়ার জন্য বাংলাদেশ দলকে টুপি-খোলা শ্রদ্ধা জানাচ্ছি। এই জয়ের পরও ভারতের আরও উন্নতির অনেক জায়গা আছে। আশা করি ওরা আরও ভালো করবে।’

ভিভিএস লক্ষ্মণও বাংলাদেশের খেলোয়াড়দের শরীরি ভাষা ও লড়াকু মানসিকতায় মুগ্ধ। দুবাইয়ের ফাইনাল শেষ হওয়ার পরপরই এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘এশিয়া কাপ জেতায় ভারতকে অভিনন্দন। সাকিব ও তামিমকে ছাড়াই ম্যাচটা খেলেছে বাংলাদেশ। তারপরও দৃঢ়চেতা মনোভাব দেখিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছে। কখনোই হাল ছাড়েনি। নিজেদের সর্বস্ব ঢেলে দিয়ে লড়াই করেছে। বাংলাদেশের প্রতি টুপি-খোলা শ্রদ্ধা।’

শেবাগ-লক্ষ্মণদের পাশাপাশি দুর্দান্ত লড়াই করার জন্য বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেই রোহিত বাংলাদেশ দলের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতেই হবে। তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। বিশেষ করে প্রথম ১০ ওভারে আমাদের রীতিমতো কোনঠাসা করে রেখেছিল।’

কড়া সমালোচক শেবাগের প্রশংসা আদায়। ফাইনালে হেরেও আসলে অনেক কিছুই জিতেছে মাশরাফির দল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ