ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সবাইকে ছাপিয়ে আলোচনায় মাশরাফিই সেরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৮:৪১:৫৯
সবাইকে ছাপিয়ে আলোচনায় মাশরাফিই সেরা

রমিজ রাজা থেকে শুরু করে রাসেল আর্নল্ড, সুনীল গাভাস্কার, ব্রেটলি ও অনিল কুম্বলেদের মত সাবেকরাও অকুন্ঠচিত্তে প্রশংসা করেছেন মাশরাফির দুর্দান্ত অধিনায়কত্বের। ক্রিকেট এক্সপার্ট থেকে শুরু করে সাবেক তারকাদের সবার কাছ থেকেই ম্রদ্ধা আদায় করে নিয়েছেন ম্যাশ।

সুনীল গাভাস্কারতো বলেই ফেললেন, ‘মাশরাফির ক্যাপ্টেন্সি বাংলাদেশের জন্য অনেক কিছু। সে যেভাবে পুরো দলকে উদ্দীপ্ত করে তা অসাধারণ। মাঠে তার সিদ্ধান্তগুলোও অত্যন্ত কার্যকর। অল্প রানের পুজি নিয়েও ফাইনালে যেভাবে ভারতকে ওরা চেপে ধরল, তার পেছনে মাশরাফির কৃতিত্বই বেশি। আমি মনে করি ও সামনে থেকে নেতৃত্ব দেয়ায় ভীষণভাবে পারদর্শী।’ দল পরিচালনা খেলোয়াড়দের উদ্দীপ্ত করার বিষয়গুলোকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুসরনীয় বলে রায় দিলেন ব্রেটলি।

রমিজ রাজাও কন্ঠেও প্রকাশ পেল তাঁর প্রশংসা, খেলাচলাকালীন সময়ে বললেন ‘আসলে তার ফিল্ডিং ও বোলিং চেঞ্জ এতোটাই ইফেক্টিভ যে তা প্রতিপক্ষকে চাপে রাখার জন্য যথেষ্ট। মাশরাফি তার দলকে ভালোমতই জানে। একইভাবে সে খেলাটাও বোঝে দারুণভাবে। কোথায়, কাকে কিভাবে ব্যবহার করকে হবে তাঁর সেই সেন্সগুলো খুবই শার্প।’ আসলেই তাই এবারের এশিয়া কাপে নিজে ভালো বল করার পাশাপাশি সাকিব-তামিমবিহীন দলকে যেভাবে লিড দিয়েছেন, তা টাইগার অধিনায়ককে স্মরণীয় করে রাখবে অবশ্যই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ