ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশিদের হার নিয়ে যা লিখলো ভারতীয় গণমাধ্যম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৭:৩৫:২৫
বাংলাদেশিদের হার নিয়ে যা লিখলো ভারতীয় গণমাধ্যম

প্রথম ইনিংসের ৪১তম ওভারের সময় লিটন দাসকে বিতর্কিতভাবে আউট দেয় আম্পায়ার। আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। শুধু বাংলাদেশেই নয়, এ নিয়ে সমারোচনা হয় বিশ্বব্যাপী। তবে ভারতীয় গণমাধ্যম প্রচার করে তার বিপরীত।

উল্লেখ্য, চায়নাম্যান কুলদীপ যাদবের গুগলিতে পরাস্ত হয়ে ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন। বল ধরে দ্রুত স্টাম্প ভেঙে দেন মহেন্দ্র সিং ধোনি। রিপ্লে দেখে মনে হয়েছে লাইনের উপর ছিল তার পায়ের একটা অংশ, সামান্য কোন অংশ লাইনের ভেতরে ছিল কিনা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেও পরিষ্কার বুঝা গেল এটা আউট না। টিভি আম্পায়ার রড টাকারও দেখেছেন দীর্ঘক্ষণ ধরে, পরে রায় দেন লাল বাতির। আর তাতে বিধ্বস্ত বাংলাদেশ।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। তবে ভারতীয় পত্রিকাগুলো বাংলাদেশের এই বিষয়টিকে দেখেছেন অন্যভাবে। যা বাংরাদেশকে নয় ভারতকেই মানায়।

ভারতীয় পত্রিকাগুলো প্রকাশ করেন ‘হেরে গেলেই এভাবে অজুহাত দেওয়াটা বাংলাদেশিদের যেন স্বভাব হয়ে গিয়েছে’। ‌আর তাতে যেন বাংলাদেশের ক্ষত হৃদয়ে নুনের ছিটাই দিল ভারতীয় গণমাধ্যম।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ