ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

'ব্যতিক্রমী' লিটনে মুগ্ধ রশিদ লতিফ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৫:৫৮:১১
'ব্যতিক্রমী' লিটনে মুগ্ধ রশিদ লতিফ

পুরো টুর্নামেন্টে ভেতরে আসা বল নিয়ে সমস্যায় পড়তে হলেও ফাইনালে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন লিটন। পাশাপাশি ভারতের সেরা বোলার বুমরাহ, কুলদিপদেরও দারুণভাবে সামলেছেন তিনি বলে মনে করেন লতিফ। লিটনের প্রশংসা করে এই পাকিস্তানি বলেছেন,

'ভাল ব্যাটিং করেছে সে। পুরো টুর্নামেন্টে যদি দেখি, তাহলে দেখা যাবে ইনিংসের শুরুটা খুব একটা ভাল হয় না লিটনের। ভেতরে আসা বলে তাঁর সমস্যা হত। কিন্তু আজ ভাল মানিয়ে নিয়েছিল। ভাল বোলারদের বিপক্ষেও শট খেলেছে সে। বুমরাহকে ও দুই স্পিনারকেও ভাল খেলেছে।'

লতিফ কথা বলেছেন মুশফিকুর রহিম প্রসঙ্গেও। তাঁর মতে চাপের মুখে ভাল খেলা একজন ব্যাটসম্যান মুশফিক। এর আগের ম্যাচগুলোতেও এর প্রমাণ পাওয়া গেছে অনেকটাই। কিন্তু ফাইনালে যখন তিনি নেমেছিলেন তখন টাইগারদের রান ছিল ২ উইকেটে ১২৮ রান। এই প্রসঙ্গে সাবেক পাকিস্তানি অধিনায়কের ভাষ্য,

'কিছু ব্যাটসম্যান থাকে, যারা চাপে পড়লে ভাল খেলে। মুশফিকুর রহিম ঠিক এমনই একজন। আজ তিনি যখন ব্যাট করতে নেমেছেন তখন স্কোর বোর্ডে ভাল রান ছিল।'

ইনিংসের ২৭তম ওভারের শেষ বলে কুলদিপ যাদবকে ডিপ মিড উইকেট অঞ্চলে উড়িয়ে মারতে গিয়ে জাসপ্রিত বুমরাহর হাতে ধরা পড়েছিলেন মুশফিক। লতিফের বিশ্বাস চাপের মুখে থাকলে হয়ত এই শটটি খেলতে চাইতেন না তিনি। তাঁর ভাষ্যমতে, 'অন্যান্য সময় হলে এমন শট বাতাসে খেলতে চাইতেন না তিনি। একটু বাড়তি আত্মবিশ্বাস কাজ করেছে ওই শটের পেছনে। কিন্তু এমন ঘটনা হতেই পারে।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ