ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

মাশরাফিকে দেখে অধিনায়কত্ব শিখুক পাকিস্তানঃ রমিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৫:১৯:৪২
মাশরাফিকে দেখে অধিনায়কত্ব শিখুক পাকিস্তানঃ রমিজ

অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব-তামিম দলে নেই, মেরুদণ্ড ভাঙ্গা দলকে নিয়ে শক্তভাবে দাঁড়িয়েছিলেন মাশরাফি। এমন দল নিয়েও প্রতিপক্ষকে হুংকার দিতে শিখেছেন তিনি। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই দলকে করেছেন উজ্জীবিত। তাই মাশরাফি থেকে পাকিস্তানকে সব বিষয়েই শিক্ষা নেয়ার আছে বলে মনে করেন পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ।

'পাকিস্তানকে এই জিনিস গুলো শিখতে হবে। অধিনায়কত্ব শিখতে হবে, ওপেনিং ঠিক করতে হবে। ওপেনিং বোলারদের দেখতে হবে, যেমনটা করে দেখিয়েছেন মুস্তাফিজুর, ভুবনেশ্বর, বুমরাহ,' ম্যাচে শেষে বলেছিলেন রমিজ রাজা।

২০১৮ এশিয়া কাপের ফাইনাল হারলেও সকলের মন জয় করে নিয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের কাপ্তান মাশরাফি। বাংলাদেশের দেয়া মাত্র ২২৩ রানের লক্ষ্য ভারতের সামনে পাহাড় পরিমাণ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল।

যা সম্ভব হয়েছিল দলের বোলারদের বদৌলতে। তবে সে জন্য দলকে দারুণভাবে উজ্জীবিত করতে পেরেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। যদিও শেষ অবধি শিরোপা ছুঁয়ে দেখা হয়নি দলটির।

তবে ভারতকে জয় পেতেও পোড়াতে হয়েছিল অনেক কাঠকয়লা। ম্যাচের শেষ বল পর্যন্ত খেলতে হয়েছিল ভারতীয়দের। ইনজুরিতে জর্জরিত দলকে নিয়ে ফাইনালের লড়াইটা ভালই করেছিলেন কাপ্তান মাশরাফি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ