ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিল বাংলাদেশ, দেখুন স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৪:০৪:৪৭
প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিল বাংলাদেশ, দেখুন স্কোর

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। শুধু মাত্র চতুর্থ উইকেট জুটিতে ওপেনার তানজিদ হাসান এবং অধিনায়ক তৌহিদ হৃদয় মিলে দলের হাল ধরেন। দু’জন মিলে দেখে শুনে খেলে ৪৫ রানের জুটি গড়েন দলের পক্ষে।

কিন্তু নীচের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় টাইগাররা। সর্বোচ্চ ৩৫ রান আসে অধিনায়ক হৃদয়ের ব্যাট থেকে। শ্রীলংকার পক্ষে দুলশান, সেনারত্নে এবং ওয়েলালাগে নেন ২টি করে উইকেট।

জবাবে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট শুরুতেই বাংলাদেশী বোলারদের তোপের মুখে পড়তে হয় লঙ্কান ওপেনারদের। প্রথম ওভারেই দুই লঙ্কান ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান টাইগার বোলাররা।

প্রতিবেদনটি লিখার আগ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩ রান। জয়ের জন্য এখনও ১১৭ রান প্রয়োজন তাদের। বাংলাদেশের পক্ষে শরিফুল নিয়েছেন একটি উইকেট, লকান দলপতি নিপুন পেরেরা ফিরেছেন ১ রান করে রান আউট হয়ে।

বাংলাদেশ একাদশঃ তানজিদ হাসান, প্রান্তিক নাবিল, সাজিদ হোসেন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, আকবর আলি, শাহাদাত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ