ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ব্যতিক্রম শুধু লিটন, জাভেদ মিঁয়াদাদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৯ ১১:৫৭:১৭
ব্যতিক্রম শুধু লিটন, জাভেদ মিঁয়াদাদ

বিষন্ন মুখে শেষ পর্যন্ত ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করলেন লিটন। তার সামর্থ্য নিয়ে খুব বেশি প্রশ্ন নেই। কিন্তু মাঠে তেমন কিছুই করতে পারছিলেন না। ফাইনালের ১২১ রানের আগে ১৭ ওয়ানডেতে তার সর্বোচ্চ রান ছিল মাত্র ৪১। সেটাও এবারের এশিয়া কাপেই পেয়েছিলেন।

সেই লিটন বিগ ফাইনালে করলেন ১২১ রান। জাসপ্রিত বুমরাহ ওয়ার্ল্ড বোলিং র্যা ঙ্কিংয়ে এক নম্বর। সেরা দশে আছেন আরো দুই বোলার কুলদীপ ও চাহাল। তাদের কড়া শাসন করে ১২১ রান করা যাচ্ছেতাই কথা না। তাইতো ভারত ফাইনাল জিতলেও ম্যাচসেরা হয়েছেন লিটন।

এর আগে এশিয়া কাপে কি এমন ঘটনা ঘটেছে? পরাজিত দলের কেউ জিতেছে ম্যাচ সেরার পুরস্কার? হ্যাঁ, জিতেছে। ১৯৮৬ এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারের পরও পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। পাকিস্তান আগে ব্যাটিং করে করেছিল ৯ উইকেটে ১৯১ রান। মিঁয়াদাদ ১০০ বলে করেছিলেন ৬৭ রান। পরবর্তীতে শ্রীলঙ্কা ৫ উইকেটে জয় পেলেও ম্যাচসেরা হন মিঁয়াদাদ।

এশিয়া কাপের ১৪ আসরে মাত্র দুবারই ফাইনালে পরাজিত দলের কোনো খেলোয়াড় জিতলেন ম্যাচসেরার পুরস্কার। মিঁয়াদাদের এলিট ক্লাবে নাম লেখালেন লিটন। নিশ্চিতভাবে ইনিংসটা তার জন্য হয়ে থাকবে চিরস্মরণীয়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ