ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

যে কারণে মোস্তাফিজকে দিয়ে শেষ ওভার করাননি মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৯ ১১:৫১:৫১
যে কারণে মোস্তাফিজকে দিয়ে শেষ ওভার করাননি মাশরাফি

৪৯তম ওভারটি মোস্তাফিজকে দিয়ে করিয়ে তার ১০ ওভারের কোটা শেষ করেন বাংলাদেশ অধিনায়ক। ১০ ওভারের কোটা শেষ হয়ে গিয়েছিল মাশরাফি, রুবেল, নাজমুল ইসলাম অপুরও। শেষ ওভারটি তাই করাতে হয় মাহমুদউল্লাহকে দিয়ে। ম্যাচ শেষে মাশরাফি জানালেন কেন তিনি মোস্তাফিজকে আগেই ব্যবহার করে ফেলেছিলেন।

পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি আসলে আলোচনা করেছিলাম। ভারত যেভাবে রান করছিল, তাতে মোস্তাফিজকে ৪৯তম ওভারে বোলিংয়ে আনা ছাড়া উপায় ছিল না। কারণ তারা প্রত্যেক বলে রান করছিল। তাতে রান আটকানোটা তখন গুরুত্বপূর্ণ ছিল।

দিন শেষে মাশরাফির কণ্ঠে ১০ রান কম হওয়ার আক্ষেপও থাকল, ‘স্পিনাররা আজ ভালো বল করেনি। যেকারণে আমি শেষ ওভার মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারকে দিয়ে করাতে চেয়েছি। ৪৫ ওভার পর্যন্ত আমরা খুব ভালো করেছি। কিন্তু দিন শেষে ১০ রান কম হয়ে গেছে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ