ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

রমিজ রাজা একজন স্টুপিড : বাশার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৮ ২১:৪৮:১৮
রমিজ রাজা একজন স্টুপিড : বাশার

বাংলাদেশকে নিয়ে রমিজের চরম আপত্তিকর মন্তব্য নিয়ে লিখতে গেলে হয়ে যাবে একটা উপাখ্যান। তবে দু একটি কথা না বললেই নয়। ধরা যাক গত বিশ্বকাপের (২০১৫ বিশ্বকাপ) কথাই।

আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হল বাংলাদেশ। কমেন্ট্রি বক্সে রমিজ। শুরু থেকেই বাংলাদেশকে নিয়ে সব আপত্তিকর মন্তব্য করা শুরু করলেন এই ধারাভাষ্যকার। বললেন, বাংলাদেশের চেয়েও ভাল ক্রিকেট খেলে আফগানরা। সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এগিয়ে.. ইত্যাদি ইত্যাদি। ম্যাচে আফগানদের ১০৫ রানে হারিয়ে নিজেদের উপস্থিতি জানান দিলেন মাশরাফি মর্তুজার দল। তাতেও শিক্ষা শিক্ষা হয়নি রমিজের।

বাঙালি তথা বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে বিরোধিতা করতেই হবে রমিজকে! তার সব থেকে আপত্তিকর এবং হাস্যকর মন্তব্য বাংলাদেশের ক্রিকেট পরিবেশ নিয়ে। কি ভয়াবহ ঔদ্ধত্য! রমিজের ভাষায়-‘ক্রিকেটের জন্য মোটেও আদর্শ জায়গা নয় বাংলাদেশ। বলতে গেলে ক্রিকেটের কোনো পরিবেশই নাই সেখানে। জ্যামের কারণে ঠিকমত মাঠে পৌঁছানো যায় না.. ইত্যাদি ইত্যাদি..’।

ক্রিকেটের দেশ হিসাবে বাংলাদেশের সুনাম বিশ্বব্যাপি। কিংবদন্তির ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে হয়ে পড়েন আবেগাক্রান্ত, সেখানে একটা পরিত্যক্ত দেশের প্রতিনিধি হয়ে বাংলাদেশের ক্রিকেট পরিবেশ নিয়ে প্রশ্নবিদ্ধ করার দুঃসাহস দেখায় রমিজ!

এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে পিচ রিপোর্ট নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ বিদ্বেষী ২ জন লোক রমিজ রাজা ও সুনীল গাভাস্কার। পিচ দেখে রমিজ বলছিলেন ব্যাটসম্যানরা এই পিচ থেকে ভালো সহযোগিতা পাবে। তার হ্যা’তে হ্যা মিলাচ্ছিলেন গাভাস্কারও। একসময় রমিজ সুনীলকে জিজ্ঞেস করছিলে বাংলাদেশ কি পারবে এই পিচে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে হারাতে।

অপর প্রান্তে থাকা গাভাস্কার স্বাভাবিক উত্তর দিলেও রমিজ ভূলে গেছেন মাত্র ২ দিন আগে এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দলের তকমা পাওয়া পাকিস্তানকে লজ্জাজনক ভাবে হারিয় ফাইনালে উঠেছিল টিম টাইগাররা। বাঘের ভয়ে এতই ভীত ছিল পাকিস্তান যে ক্রিকেটের ইতিহাসে ৩য় বারের মতো ৫০ নম্বর ওভার মেইডেন দেওয়ার লজ্জার রেকর্ড গড়েছিল তারা।

তবে বাংলাদেশকে নিয়ে রমিজের এই বিদ্বেষী আচারনের উত্তর দিয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। ফাইনাল ম্যাচ শুরুর আগে রমিজের বাংলাদেশকে খাটো করে দেখার এই উদ্ভট চিন্তা দেখে বাশার সরাসরি বলেছিলেন, ‘ওকে নিয়ে কিছু বলতে চাই না, ও একটা স্টুপিড।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ