ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

‘জুয়া’য় পাস করিয়ে ফিরলেন মেহেদী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৮ ১৯:৪৩:০৮
‘জুয়া’য় পাস করিয়ে ফিরলেন মেহেদী

আজকের ফাইনালের আগে তাই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাই আভাস দিয়েছিলেন, ওপেনিং জুটিতে ‘চমক’ দেখানোর। সেই চমকটা যে এতো বড় চমক হয়ে আসবে, এটা তখন কল্পনাও করা যায়নি।

শক্তিধর ভারতের বিপক্ষে ফাইনালে বাংলাদেশ কিনা ওপেনিংয়ে নামিয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজকে। টিম ম্যানেজমেন্টের এই জুয়ায় শতভাগ পাস করেছেন মেহেদী মিরাজ। লিটনকে দারুণ সঙ্গ দেয়ার সঙ্গে এগিয়ে যাচ্ছিলেন নিজের দ্বিতীয় অর্ধশতকের দিকে।

বুমরাহ-ভুবনেশ্বর-জাদেজারা যখন বল হাতে ব্যর্থ, ২১তম ওভারে ষষ্ঠ বোলার হিসেবে আসেন কেদার যাদব। এই স্পিনারই ফেরান মিরাজকে। দলীয় ১২০ রানে কভারে রাইডুর তালুবন্দি হওয়ার আগে মেহেদী করেন ৫৯ বলে ৩ চারে ৩২ রান।

এর আগে অবশ্য মেহেদী যা করেছেন, তা রীতিমত বিস্ময় জাগানো। ২৭ ম্যাচ আর প্রায় ২০ মাস পর লিটনকে নিয়ে তিনি উপহার দিয়েছেন শতরানের জুটি।

শুধু তাই নয়, এশিয়া কাপের ফাইনালইতো এমন জুটি দেখেছে সেই ১৯৯৭ সালে, ওপেনিংয়ে ১৩৭ রানের জুটি গড়েছিলেন মারভান আত্তাপাতু আর সনাথ জয়সুরিয়া।

এদিন লিটন তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়েছেন, মাত্র ৩৩ বলে। এটি এশিয়া কাপের কোনো ফাইনালে ভারতের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। ২০০৩-০৪ সালে ৩২ বলে অর্ধশতক করেছিলেন অস্ট্রেলিয়ার সিমন্ডস।

এই প্রতিবেদন লেখার সময় অবশ্য সাজঘরে ফিরে গেছেন ইমরুল কায়েসও। দলীয় ১২৮ রানে চাহালের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তিনি করেছেন মাত্র ২ রান। বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভার শেষে ১৩২/২। লিটন ৯২ এবং মুশফিক ৪ রানে খেলছেন।

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনোই ওপেনিং করেননি মেহেদী মিরাজ। ওপেনিং দূরের কথা, ১৬ ওয়ানডের ১০টিতে ব্যাটিং করার সুযোগ পেয়ে মেহেদী সর্বোচ্চ একবার ব্যাটিং করেছেন ৬ নম্বরে। বাকি সব ম্যাচেই নেমেছেন ৮-৯ নম্বরে। টেস্ট এবং টি-টোয়েন্টিতেও ৮-৯ নম্বরেই খেলেন তিনি। সেই মেহেদীকে নিয়ে জুয়াটা খেলায় টিমম্যানেজমেন্ট একটু হলেও বাহবা পাবেই। বাহবা পাবেন মাশরাফিও। চমকের ইঙ্গিতটা তো দিয়েছিলেন তিনিই।

উল্লেখ্য, দুবাইয়ের ফাইনালে টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন প্রথমে।

বাংলাদেশ দল : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, ইউজভেন্দ্রা চাহাল ও জাসপ্রিত ‍বুমরাহ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ