ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আগামীকালই শেষ সুযোগ যে ৩ জনের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৭ ২৩:৩১:২৫
আগামীকালই শেষ সুযোগ যে ৩ জনের

সেই তিনিই কি না চরম ধারাবাহিকতার অভাবে চলতি বছর শুরুর দিকে ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি। কারণ পরবর্তী সময়ে রানের ধারাবাহিকতা ধরে না রাখতে পারা।

গত দু’টি বছর মাঝে মধ্যে তার ব্যাট জ্বলে উঠেছে; কিন্তু বেশির ভাগ সময়ই ছিলেন নি®প্রভ। হাথুরুও ছিলেন না, সৌম্যেরও জায়গা হয়নি।সর্বশেষ কয়েকটি ম্যাচে সৌম্যের পারফরম্যান্স ছিল খুবই বাজে। শেষ ছ’টি ওয়ানডের মধ্যে একটি মাত্র ম্যাচে দুই অঙ্কেও কোটায় পৌঁছাতে পেরেছেন সৌম্য। করেছিলেন ২৮ রান। বাকি পাঁচটি ম্যাচে তার রান ০, ৩, ৩, ০ ও ৮। এই কারণেই ত্রিদেশীয় সিরিজে তাকে বিবেচনা করা হয়নি। কিন্তু এশিয়া কাপে নির্বাচকদের বিবেচনায় উড়ে গেলেন দুবাই। প্রমাণ হাতে নাতে।

এশিয়া কাপে গতকালের ম্যাচটি ছিল ফাইনালে উঠার লড়াই। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওপেনার সৌম্য আউট হন শূন্যতে। দলের জন্য একটি রানও আসেনি তার ব্যাট থেকে। দীর্ঘদিন পর দলে ফিরে আস্থার প্রতিদান দিতে পারেননি।

শূন্য রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন ওপেনার সৌম্য। ইনিংসের ৩য় ওভারের ৫ম বলে ক্যাচ আউট হন সৌম্য। সৌম্যর মতো ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ইমরুল ও মুমিনুল।

বিসিবি সুত্র জানা গেছে আগামীকাল ফাইনালেও একাদশে থাকছেন সৌম্য, মুমিনুল ও ইমরুল। হয়তো আগামীকালই হবে এই ৩ জনের শেষ সুযোগ। কারণ তামিম, সাকিব একাদশে ফিরলে আবারো জায়গা হারাবে সৌম্য ও মুমিনুল এটা নিশ্চিত। বাকি রইলেন ইমরুল। তিনি যে পজিশনে ব্যাট করছেন সে পজিশনে হয়তো আবারো দলে দেখা যেতে পারে আরিফুল হককে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ