ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

কালকে এমন কাউকে ওপেনিংয়ে দেখতে পারেন যে কখনো ওপেন করেনি : মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৭ ২৩:০৪:৫৫
কালকে এমন কাউকে ওপেনিংয়ে দেখতে পারেন যে কখনো ওপেন করেনি : মাশরাফি

তবে আগামীকালকের ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন। এমনি ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাশরাফি।

এই ব্যাপারে তিনি বলেন ,’ “দেখেন এই আসরে আমরা নিজেরাও বিস্মিত হয়েছি। আপনাদেরও বিস্মিত করেছি। কালকে হয়তো এমন কাউকে ওপেনে দেখতে পারেন, যে আগে ওপেন করে নি (হাসি…)। তো সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি। আপনারাও প্রস্তুত থাকেন।”

মাশরাফি আরো বলেন ,’ প্রত্যেকটা ম্যাচে তো এই ধরণের উদ্বেগ নিয়ে নেমেছি। আপনি যদি দেখেন আফগানিস্তানের সাথে ম্যাচেও এমন হয়েছে (মিডল অর্ডার ভাল খেলেনি)। তবে সবসময় যদি এভাবে উইকেট পরে তাহলে মিডল অর্ডারের জন্য বাড়তি চাপ হয়।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ