ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

রশিদ, মুজিব, কুলদীপ না মিরাজ, এশিয়া কাপের সেরা স্পিনার কে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৭ ২২:৩৯:২১
রশিদ, মুজিব, কুলদীপ না মিরাজ, এশিয়া কাপের সেরা স্পিনার কে

পাঁচ ম্যাচের তিনি নিয়েছেন ১০ উইকেট। কিন্তু ইকোনমিক রেট এর দিক দিয়ে দেখলে আফগানিস্তানে দুই তরুণ স্পিনার মুজিবুর রহমান এবং রশিদ খান এর থেকেও অনেক ভাল স্পিনার বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। কমপক্ষে ১০ ওভার বোলিং করা ক্রিকেটারদের মধ্যে এবারের এশিয়া কাপে সবচেয়ে কম ইকোনমিক রেট মেহেদী হাসান মিরাজের।

উইকেটে দেখার তেমন না পেলেও বাংলাদেশ দলের পাওয়ার প্লেতে দারুণ বোলিং করেছেন বাংলাদেশ দলের এই স্পিনার। পাঁচ ম্যাচে চারটি উইকেট লাভ করেছেন তিনি। এই টুর্নামেন্টে মেহেদী হাসান মিরাজের ইকনোমিক রেট ৩.৩৭ রান।

শুধুই স্পিনারদের ক্ষেত্রেই নয় পেস বোলাররা ও রয়েছে তার অনেক পিছনে। এশিয়া কাপ টুনামেন্টের আফগানিস্তানের আরে স্পিনার মুজিবুর রহমানের ইকোনমিক ৩.৪৯ রান। এবং রশিদ খানের ইকোনমিক রেট ৩.৭২ রান। এছাড়াও ভারতের আরেকটি স্পিনার কুলদীপ যাদব এর ইকোনমাক রেট ৩.৭৬ রান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ