ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আগামীকাল নতুন এক ইতিহাস তৈরি হবে : জাহানারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৭ ২২:৩৮:০২
আগামীকাল নতুন এক ইতিহাস তৈরি হবে : জাহানারা

ভারতের বিপক্ষে গুরুত্বপূন এই ফাইনাল নিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলে পেস বোলার জাহানারা আলম বলেন, ‘মেয়েদের এশিয়া কাপের শুরুতে ভাবতে পারিনি ফাইনালে উঠব। যখন উঠলাম তখন ভেবেছিলাম একটু ভালো খেললে জিততে পারব। মনেপ্রাণে বিশ্বাস করি, এবার দুটি এশিয়া কাপের ট্রফি আসবে দেশে। একটা এসে গেছে, আরেকটা আসছে। একটা ইতিহাসই হবে আশা করি।

প্রতিপক্ষ হিসেবে আমাদের বিপক্ষে (মেয়েদের এশিয়া কাপ) ভারত অনেক অনেক শক্তিশালী দল ছিল। ওদের আগে কখনো হারাতে পারিনি আমরা। ২০০৮ থেকে যদি ধরি গত ১০ বছরে ওদের কখনো হারাতে পারিনি।

ছেলেদের কথা যদি বলি, ভারত অবশ্যই শক্তিশালী দল। তবে ছেলেদের দলে ওদের অনেকবারই হারিয়েছে। সিরিজও জেতা হয়েছে ওদের বিপক্ষে। তবে বাংলাদেশের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকছে না এ ম্যাচে। দুজন না থাকার পরও মুশফিক ভাইয়ের দুর্দান্ত একটা ইনিংস আমাদের ফাইনাল তুলেছে। আশা করি এবার আর ছেলেদের দল আটকে থাকবে না। এবার আশা করি জিতবে।

চ্যাম্পিয়ন হতে আসলে ভাগ্যও লাগে। ছেলেদের দল ভারতের বিপক্ষে যে ক্লোজ ম্যাচগুলো হেরেছে সেগুলো যদি ম্যাচের আগে বিশ্লেষণ করে, তাহলে বুঝতে পারবে কখন কী করতে হবে। মাথা ঠান্ডা রেখে খেললেই হবে। দলে অভিজ্ঞ খেলোয়াড় আছে। শক্তিশালী দলগুলোর বিপক্ষে তারা নিয়মিত খেলে।

আশা করি এবার সমস্যা হবে না। আশা করি ভাগ্য আমাদের সহায় হবে। ভালো খেললে সবাই মাথায় তুলে রাখবে, খারাপ করলে মাটিতে নামিয়ে দেবে। ট্রফি জিতলে একটা মাতামাতি তো হবেই। এটা অনেক বড় আনন্দের বিষয়। আমরা সব সময়ই চাই বাংলাদেশ জিতবে, আনন্দের উপলক্ষে তৈরি হবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ