এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য ছটফট করছেন তামিম, লন্ডনের যাচ্ছেন আজ

আজ সকাল এগারটায় কাতার এয়ারওয়েজে লন্ডন যাচ্ছেন তামিম। ঢাকা থেকে দোহা, দোহা থেকে লন্ডন। লন্ডনে পৌঁছার পর কাল ব্রিটিশ সময় দুুপুর ১২টায় সাউথহ্যাম্পটনে একটি ক্লিনিকে ডাক্তারের সঙ্গে দেখা করবেন দেশসেরা ওপেনার।
ডাক্তারের সঙ্গে দেখা করা নিয়ে তামিম বলেন, ‘আমি জানি না, ডাক্তার কি দেখে কি বলবেন। সেটা দেখার পর ডাক্তারই আসলে বলতে পারবেন কি করণীয়। তবে আমি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকার প্রস্তুতি নিয়ে যাচ্ছি। বাকিটা নির্ভর করবে চিকিৎসকের অভিমত ও পরামর্শর উপর। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার কারণে যদি বেশি সময় থাকতে হয়, তাহলে ভিন্ন কথা। না হয়, ১ অক্টোবর দেশে ফেরার কথা আছে আমার। ডাক্তার চাইলে বা বললে আরও বেশি সময় থাকতে হবে। ‘
এই যে ফাইনাল মিস করা, খেলতে না পারা- এই অনুভূতিটা নিশ্চয়ই দুঃখ জাগানিয়া? তামিম হতাশাটা গোপন করতে পারলেন না, ‘আসলে কি আর বলব, ফাইনাল তো বহুদূরে। আমি তো কোনো ম্যাচই খেলতে পারলাম না। এই আক্ষেপের কথা কি বলে বোঝানো যায়? এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। এখন দল ফাইনালে উঠার পর আরও বেশি খারাপ লাগছে এই কারণে যে, আমরা অনেক ফাইটব্যাক করে অবশেষে ফাইনালের টিকিট কনফার্ম করেছি। সেখানে আমি থাকলে অবশ্যই দলে অবদান রাখার প্রাণপন চেষ্টা করতাম।’
তবে যা হওয়ার তা তো হয়েই গেছে। দলের জন্য শুভকামনাই ঝড়ে পড়লো তামিমের কণ্ঠে। আশার বাণী শোনালেন, এবার হয়তো ফাইনাল হারের কষ্টটাও কাটবে, ‘আমার তো এখন আর কিছু করার নেই। তবে দলের জন্য শুভকামনা। এর আগে আমরা দুইবার ফাইনালে উঠেও ট্রফি জিততে পারিনি। না পারার গ্লানি ও দুঃখ সঙ্গী হয়েছিল। এবার আশা করব, সেই দুঃখ ও হতাশা কাটবে। আশা করি এবার আমাদের ভাগ্যবদল হবে।’
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ সামান্য বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা