ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

নিজেকে অতটা সস্তা ভাবি না: মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৭ ২০:২২:৪৬
নিজেকে অতটা সস্তা ভাবি না: মাশরাফি

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অনেক বছরই তো হলো বাংলাদেশের, এবার একটা ট্রফি চাই- এই চাহিদা ক্রিকেটপ্রেমীদেরও। এটা সময়ের চাহিদাও বটে। আর এটা হলে অধিনায়ক মাশরাফির ইমেজের জন্য যেমন ইতিবাচক হবে, ইতিবাচক দলের জন্যও। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এ ধরনেরই একটা প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ অধিনায়ককে। তাতে একটু যেন বিরক্তই হলেন ম্যাশ।

মাশরাফি বলেন, ‘দেখেন, নিজেকে অতটা সস্তা ভাবি না। ট্রফি দিয়ে নিজেকে বিচার করি না। আপনি যদি আমাকে ট্রফি দিয়ে বিচার করেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি আমাকে ট্রফি দিয়ে বিচার করি না। তবে হ্যাঁ, বাংলাদেশের জন্য হয়তো একটা ট্রফি দরকার এই পর্যায়ে। কিন্তু এটা যে কাল বা পরশু না হলে সমস্যা, সেটা নয়।’

মাশরাফি যোগ করেন, ‘আমরা বেশ কয়েকটা ফাইনাল খলেছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। একটা ট্রফি আসলে আজ যারা অনূর্ধ্ব-১৯ বা ‘এ’ দলে খেলছে তারা অনুপ্রাণিত হবে। কিন্তু আমার নিজের জন্য ট্রফি দরকার আছে, সেভাবে ভাবি না। নিজেকে সস্তা ভাবতে চাই না।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ