ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

তবুও ফাইনালে থাকছেন মুমিনুল, দেখুন টাইগারদের একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৭ ২০:০০:৩০
তবুও ফাইনালে থাকছেন মুমিনুল, দেখুন টাইগারদের একাদশ

এই ম্যাচে বাংলাদেশ দলের সেরা দুই খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামবে। ইনজুরির কারণে টুর্নামেন্টে এক ম্যাচ খেলেই দেশে ফিরে আসে টাইগার ওপেনার তামিম ইকবাল। সাকিব আল হাসান খেলেছেন চার ম্যাচ। ইনজুরির কারণে তিনিও দেশে ফিরে এসেছেন।

বুধবার পাকিস্তানের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। এই কারণে শেষ মুহূর্তে কেউ ইনজুরিতে না পড়লে ফাইনাল ম্যাচে একাদশে হয়তো পরিবর্তন আনবে না বাংলাদেশ। এছাড়া মুমিনুলকে বসিয়ে আরিফুলকে নেওয়ার চিন্তা করলেও এমনটা হচ্ছে না। কারণ আরিফুলের পজিশনে ইমরুল বেশ ভালো করছে। এছাড়া মুমিনুলের বাম হাতি স্পিন বলও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো।

অন্যদিকে, সুপার ফোর পর্বে ভারত তাদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করে। এই ম্যাচে তারা দলের সেরা কয়েকজন পারফর্মারকে বসিয়ে রেখেছিল। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তারা পূর্ণ শক্তি নিয়েই ফিরবে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষ), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ