মাশরাফির কাছে প্রধানমন্ত্রী ফোন করে ফাইনালের জন্য যা চাইলেন

মাশরাফিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে বলেছেন, এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষেও এ রকম আরেকটা জয় প্রত্যাশা করেন তিনি।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পা রাখে টাইগাররা। ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ভারত। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক থেকে টেলিফোনে দলের ক্যাপ্টেন মাশরাফির সঙ্গে কথা বলেন, তাকে এবং তার দলকে চিত্তাকর্ষক/হৃদয়স্পর্শী এ জয়ের জন্য অভিনন্দন জানান।
নিউইয়র্কে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশের জয় উদযাপন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে‘আসন্ন ম্যাচেও (এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ) একই রকম আরেকটা বিজয় ছিনিয়ে আনতে টাইগারদের কাছে আরো ভালো পারফরম্যান্স আশা করেন প্রধানমন্ত্রী।’
খোকন আরো জানান, পাকিস্তানের বিপক্ষে টাইগারদের দর্শনীয় বিজয়ের আনন্দ উদযাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের বিভিন্ন সেশনের অংশগ্রহণের ব্যস্ততার মধ্যে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে এ জয় উদযাপন করেন।
‘প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের ব্যস্ততার মধ্যেও নিয়মিত ক্রিকেট ম্যাচের আপডেট খবর রাখেন,’ যোগ করেন খোকন।
একটি গুরুত্বপূর্ণ সভা শেষে ক্রীড়া প্রেমী এবং ক্রিকেট ফ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিক্টরি সাইন (ভি সাইন) দেখিয়ে পোজ দিয়ে গ্রুপ ছবি তুলতেও দেখা যায়।
বাংলাদেশ ক্রিকেট দলের জয় উদযাপন করতে নিউইয়র্কে সবাইকে মিষ্টিমুখও করান প্রধানমন্ত্রী ।
এদিকে বুধবার নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন সেশন এবং সাইড লাইনের বৈঠকের ব্যস্ততার ফাঁকে সাংবাদিকদের সামনে এসে ক্রিকেটারদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
সেখানে প্রধানমন্ত্রী বলেন, আমার ক্রিকেট টিমকে আন্তরিক অভিনন্দন জানাই। দোয়া করি, তারা যে জয়ের ধারার সূচনা করেছে, তা যেন অব্যাহত থাকে।
‘ইনশাল্লাহ, আমরা আরও জিতবো, জয় আমাদের,’ বলেন প্রধানমন্ত্রী।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটিতে ২৩৯ রানের মাঝারি সংগ্রহ নিয়েও দুর্দান্ত পারফরম্যান্সে জয় ঘরে তুলে নেয় বাংলাদেশের টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নামার পর শুরুতে ঝাঁকুনি খেলেও মুশফিক-মিঠুনের কাঁধে চড়ে পুঁজি আসে ২৩৯ রান।
পাকিস্তানের ইনিংস রীতিমত গুড়িয়ে দিয়েছেন টাইগার বোলাররা। এক মোস্তাফিজই নিয়েছেন চার উইকেট। এরমধ্যে দুর্দান্ত ফিল্ডিংয়ের কথা খোদ দলপতি মাশরাফিই বলেছেন।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ সামান্য বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা