ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে জয়ের ফলে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৭ ১১:৫৪:১১
পাকিস্তানের বিপক্ষে জয়ের ফলে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের

গতকাল পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই পাকিস্তানকে গতকাল উড়িয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারে বাংলাদেশ দল।

তবে সুপার ফোর রাউন্ডে শক্তিশালী ভারতের বিপক্ষে হারলেও পরের দিন আফগানিস্তান এবং পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর গতকাল পাকিস্তানের বিপক্ষে জয়ের ফলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশ দলের। পাকিস্তানের বিপক্ষেএই ম্যাচের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯০।

গতকাল জয়ে তিন রেটিং পয়েন্ট বেড়ে এখন বাংলাদেশের পয়েন্ট হয়েছে ৯৩। আর পাকিস্তানের রেটিং ১ পয়েন্ট কমে ১০২ তে নেমে গিয়েছে। বাংলাদেশের ওপরে রয়েছে অস্ট্রেলিয়া। ১০০ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ