ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

দেখুন আজকের ম্যাচে ১০ ওভার বল করে কত রান ও কয়টি উইকেট নিলেন মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৭ ০১:৫৩:১৮
দেখুন আজকের ম্যাচে ১০ ওভার বল করে কত রান ও কয়টি উইকেট নিলেন মুস্তাফিজ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। ৫ রানের মাথায় ০ করেই অাউট হন সৌম্য সরকার। এরপরেই ১২ রানে মাথায় অাউট হন মোমিনুল হক ৫ এবং লিটন ৪ রান করে বোল্ড হন। তবে এর পরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মুশফিকর রহিম এবং মোহাম্মদ মিঠুন এর দুর্দান্ত ব্যাটিংয়ে দলীয় ১৫৬ রানের মাথায় ৮৪ বলে ৬০ রান করে আউট হন মোহাম্মদ মিঠুন।

৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস। তবে অন্য প্রান্ত থেকে একাই লড়াই করেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারে প্রথমবারের মতো ১ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন তিনি। ৯৯ রানে আউট হন মুশফিকুর রহিম। শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ২৫ রান করে আউট হন।

২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ওভারেই ফখর জামান কে ১ রানে আউট করেন মিরাজ। এর পরের ওভারেই বাবর অাজমকে ০ রানে অাউট করেন মোস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারে ও এসে উইকেট নেন ফিজ। শারফরাজ অাহমেদকে ১০ রানে অাউট করে মোস্তাফিজ।

এরপরে বড় ধরনের জুটি করতে থাকেন শোয়েব মালিক এবং ইমাম উল হক। কিন্তু দলীয় ৮৬ রানের মাথায় পাখির মত উরে ক্যাচ দিলেন মাশরাফি বিন মর্তুজা। ৩০ রান করার শোয়েব মালিক আউট করেন রুবেল হোসেন। তবে এরপরেই ঝলসে ওঠেন সৌম্য সরকার। চমৎকার বোলিং করে শাহদাব খানকে দলীয় ৯৫ রানের মাথায় অাউট করেন সৌম্য।

তবে এরপরেই ঘুরে দাড়ায় পাকিস্তান। ইমাম এবং অাসিফ অালী দলকে নিয়ে যান ১৬৫ রানে। অবশেষে বাংলাদেশকে উইকেট এনে দেন মিরাজ। ৩১ রান করে অাউট হন অাসিফ। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তার পিছনে সবচেয়ে বড় অবদান লিটনের। অাসিফ এবং ইমামকে ৮৩ রানে স্টামপিং করেন লিটন।

উইকেট তুলে নেন মাহমুদউল্লাহ। এসেই একটি চার মারা হাসান অালীকে অাউট করেন মোস্তাফিজ। পরের ওভারে মোহাম্মদ নেওয়াজকে অাউট করেন মোস্তাফিজ। মোস্তাফিজুর রহমান নিন ৪৩ রানে চারটি উইকেট

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ