ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শুরুতেই পাকিস্তানের ২ উইকেট তুলে নিল বাংলাদেশ,দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৬ ২২:০৭:২৮
শুরুতেই পাকিস্তানের ২ উইকেট তুলে নিল বাংলাদেশ,দেখুন সর্বশেষ স্কোর

টসের সময় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন ইনজুরির কারণে খেলতে পারবেন সাকিব আল হাসান, তার বদলে নেয়া হয় মুমিনুল হককে। বাদ দেয়া হয় আরেক বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে। ফলে শুরু থেকেই জানা ছিল একজন বিশেষজ্ঞ বোলার কম নিয়েই খেলছে বাংলাদেশ।

এমতাবস্থায় ব্যাটসম্যানদের কাঁধে ছিল বাড়তি দায়িত্ব। কিন্তু মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন ব্যতীত আর কেউই পারেননি নিজেদের দায়িত্ব পালন করতে। যার ফলে ২৩৯ রানেই থেমে গিয়েছে বাংলাদেশ দলের ইনিংস। মুশফিক পুড়েন ১ রানের জন্য সেঞ্চুরি মিসের হতাশায়, ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরিতে মিঠুন করেন ৬০ রান। ফাইনালে যেতে পাকিস্তানকে করতে হবে ২৪০ রান।

দলের পক্ষ থেকে সবোর্চ্চ ৯৯ রান আসে মুশফিকের ব্যাট থেকে। এছাড়া মাহমু্দউল্লা্হর ২৩ ও মিঠুনের ব্যাট থেকে আসে ৬০ রান। পাকিস্তানের হয়ে জুনায়েদ খান নেন ৪টি উইকেট।

ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের সংগ্রহ ১১ রান ২ উইকেট হারিয়ে। বাবর ১ ও সরফরাজ ১ রান করে আউট হয়েছেন।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ