ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আজকের ম্যাচের ওপেনিং জুটি নিয়ে কোচের ভাষ্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৬ ১৪:০১:৪৭
আজকের ম্যাচের ওপেনিং জুটি নিয়ে কোচের ভাষ্য

প্রথম তিন ম্যাচে ফ্লপ ছিলেন লিটন কুমার দাস। রান করেছিলেন মাত্র ১৩ (০,৬,৭)। তবে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ৪১ রান করে কিছুটা ছন্দে ফিরেছেন লিটন। অন্যদিকে তামিমের বদলি হিসেবে সুযোগ পাওয়া শান্ত যেন নিজেকে খুঁজেই পাচ্ছেন না। তিন ম্যাচে করেছেন মাত্র ২০ রান (৭,৭,৬)।

পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরা ম্যাচের আগে তাই কোচের ভাবনায় ওপেনিং। স্টিভ রোডস বলেন, ‘ওপেনারদের ব্যর্থতা অবশ্যই উদ্বেগের। শেষ ম্যাচে (মাহমুদউল্লাহ) রিয়াদ ও ইমরুল (কায়েস) কার্যকরী একটা জুটি গড়েছে। যা আমাদের কঠিন অবস্থা থেকে বের করে এনেছে। কিন্তু সত্যি বলতে আমাদের শুরুটা ভালো হওয়া দরকার, নয়তো ম্যাচে ফেরা কঠিন হয়ে যাবে।’

এদিকে ম্যাচের আগের দিন সব ক্রিকেটার অনুশীলন করেননি। গরমে অনুশীলনের থেকে ক্রিকেটারদের বিশ্রামকেই উপযুক্ত মনে করেছিলেন কোচ, ‘স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদের সঙ্গে অল্প কয়েকজন আজ (মঙ্গলবার) এসেছিল অনুশীলনের জন্য। কিন্তু আমাদের সবারই বিশ্রাম দরকার। যাতে কিছুটা হলেও অস্বস্তি কাটিয়ে উঠতে পারি। সোমবার ও মঙ্গলবার সবাই বিশ্রাম পেয়েছে। আমি ছেলেদের বলেছি এই গরমে অনুশীলনের চেয়ে বিশ্রাম নেওয়াটা গুরুত্বপূর্ণ।’

তবে ফাইনালের টিকেট পেতে পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা। স্টিভ রোডস নিজেদের লক্ষ্য জানিয়ে বলেন, ‘এই দুই দিনে খেলোয়াড়রা চাঙা হওয়ার সুযোগ পেয়েছে। বিশ্রাম খেলোয়াড়দের মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হতে সাহায্য করেছে। সত্যি বলতে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জিততেই আমরা এখানে এসেছি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ