ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ফিল্ডিংয়ের সময় ধোনির সাথে কুলদীপের কি হয়েছিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৬ ১১:৪৫:৪৮
ফিল্ডিংয়ের সময় ধোনির সাথে কুলদীপের কি হয়েছিল

মাহি বকা দিলেও, সেটা মজাদার ভঙ্গিমায় দেন। আফগানিস্তান ম্যাচে সেরকমই একটা ঘটনা ঘটল। ভারতীয় দলের চায়নাম্যান স্পিনারের হাতে বল তুলে দেন অধিনায়ক ধোনি। তো ওভার শুরু করার আগে ফিল্ডিং সাজাতে একটু বেশিই সময় নিচ্ছিলেন কুলদীপ যাদব।

অধিনায়ক ধোনি সবসময় সতর্ক থাকেন। টিমের ওভার-রেট যাতে ঠিক থাকে, সেটা সবসময় খেয়াল রাখতে হয় ক্যাপ্টেনকে। তো অযথা দেরি করতে দেখে, কুলদীপকে জোর ধমক দেন ধোনি। আর তা এমন মজার ছলে দিয়েছেন, তা শুধু ধোনিই পারেন।

কুলদীপকে উদ্দেশ্য করে ধোনি বলেন, ‘বল করবি, নাকি বোলার পরিবর্তন করব?’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ