ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আবারো ভারতকে বাচিঁয়ে দিল ‘এসিসি’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৬ ১১:৪৩:০৮
আবারো ভারতকে বাচিঁয়ে দিল ‘এসিসি’

টুর্নামেন্ট শুরুর আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ঘোষণা দিয়ে বসে, এশিয়া কাপের ১৩ ম্যাচেই সুপার ওভারের ব্যবস্থা থাকছে। সে হিসেবে ভারত আর আফগানিস্তানের ম্যাচে সুপার ওভার হওয়ার কথা, ম্যাচটির তেমন গুরুত্ব না থাকা সত্ত্বেও।

‘সুপার ওভার’ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে এই ধোঁয়াশার জন্ম নেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যেখানে আইসিসির মতো সংস্থা তাদের টুইটে ভুল করে বসে, সেখানে সাধারণ মানুষ তো বিভ্রান্ত হবেই!

শেষ ওভারে রশিদ খান রবীন্দ্র জাদেজাকে আউট করার পরই আইসিসি টুইট করে, ‘জাদেজাকে তুলে নিলেন রশিদ খান, স্কোর সমান। এখন আমাদের আছে সুপার ওভার।’

পরে অবশ্য এই পোস্টটি ডিলিট করে দেয় আইসিসি। তবে যারা সেটা নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন বা দেখেছেন, তাদের জন্য এটা হাসি-তামাশারই খোরাক হয়েছে।

সকলের মনে এখন প্রশ্ন উঠেছে তাহলে কি ভারতকে সুবিধা দিতেই সুপার ওভারের আয়োজন করল না আইসিসি? কারণ আফগানদের হয়ে সুপার ওভারে বোলিং যে করতো বিশ্বমানের রশিদ খান আর ব্যাটিংয়ে হয়েতো দেখা যেতো তান্ডব চালানো শাহজাদ ও নবিকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ