ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

অবিশ্বাস্য অবিস্বরনীয় ভাবে শেষ হলো ভারত আফগানিস্থান ম্যাচ জেনেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৬ ০১:৫২:০৯
অবিশ্বাস্য অবিস্বরনীয় ভাবে শেষ হলো ভারত আফগানিস্থান ম্যাচ জেনেনিন ফলাফল

তবে হঠাৎই খেই হারান রাইডু। মোহাম্মদ নবীর বল বাউন্ডারির বাইরে আছড়ে ফেলতে গিয়ে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে অবশ্য ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন ডানহাতি ব্যাটসম্যান। ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৫৭ রান করেন তিনি। ১১০ রানের প্রথম উইকেটের পতনের পর ১৪২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যকফুটে চলে গেল ভারত।

এর আগে মোহাম্মদ শাহজাদের ঝড়ো সেঞ্চুরি, মোহাম্মদ নবির হাফসেঞ্চুরি। এই দুজন যেমন ঝড় তুলেছেন, সতীর্থদের মধ্যে আর কেউ যদি তেমনটা করতে পারতেন, তবে হয়তো তিনশ ছোঁয়া রান হয়ে যেতো আফগানিস্তানের। কিন্তু বাকিদের কেউই বলার মতো কিছু পারলেন না। নিয়মিত বিরতিতে উইকেট হারানো আফগানরা তাই ৮ উইকেটে ২৫২ রানের বেশি এগোতে পারেনি।

দুর্দান্ত এক সেঞ্চুরিই হাঁকিয়েছেন শাহজাদ। সতীর্থদের ব্যর্থতার মাঝেও একটা প্রান্ত আগলে রেখে লড়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। তবে একপ্রান্ত আগলে লড়াই বলতে যা বোঝায়, ধীরস্থির ব্যাটিংয়ে এগিয়ে চলা-এমনটা করেননি শাহজাদ। দলের বিপদের মাঝেও খেলেছেন স্ব-ভঙ্গিমায়।

শেষপর্যন্ত শাহজাদ আউট হন ১২৪ রানে। ১১৬ বলের মারকুটে ইনিংসে ১১টি চার আর ৭টি ছক্কা হাঁকান আফগানিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

পরের দিকে মোহাম্মদ নবি দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে উদ্ধার করেছেন। নিয়ে গেছেন লড়াকু সংগ্রহ পর্যন্ত। ৫৬ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৬৪ রান করে তিনি যখন ফেরেন, আফগানিস্তানের রান তখন ৮ উইকেটে ২৪৪। নবি ফেরার পর শেষ ১৫ বলে আফগানরা তুলতে পেরেছে মাত্র ৮ রান।

২৫৩ রান টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ বল খেলে ২৫২ রান করে ভারত । সেই সাথে ড্র হলো আজকের ভারত আফগানিস্থান ম্যাচ ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ