ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

‘আমি যখন সেঞ্চুরি করেছিলাম তখনো পাকিস্তানের এই ৩ জন পেসার ছিলো’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৬ ০১:৫১:০৬
‘আমি যখন সেঞ্চুরি করেছিলাম তখনো পাকিস্তানের এই ৩ জন পেসার ছিলো’

আর পাকিস্তানের বিপক্ষে সেই সুযোগটি হয়তো পেতে যাচ্ছেন সৌম্য সরকার। এই ব্যাপারে তিনি বলেন ,’ “পাকিস্তানের পেসাররা সব সময়ই একটু আলাদা। তবুই এই টুর্নামেটে যতটা ভালো করবে মনে হয়েছিল এতোটা করতে পারেনি। এমন আবহাওয়ায় পেস বোলিং করাও কঠিন।আমার কাছে মনে হয় সবাই যদি মানসিক ভাবে শক্ত থেকে খেলতে পারে তবে ভালো হবে।”

তিনি আরো বলেন ,’ “আমার যে সেঞ্চুরিটা ছিল তখনও তিনজন পেসার খেলেছিল। এখনও আছে। ওইরকম কিছু যদি চিন্তা করি তবে নিজের মধ্যে বেশি চাপ আসবে। আমার মতে বল টু বল খেললে আর ইতিবাচক ভাবে খেললে জিনিসটা সহজ হবে।”

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ