ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আফ্রিদির যে রেকর্ডে ভাগ বসালেন শাহজাদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৬ ০১:১৭:৩৭
আফ্রিদির যে রেকর্ডে ভাগ বসালেন শাহজাদ

মঙ্গলবার এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এই ৩১ বছর বয়সী। ভারতের বিপক্ষে যা কোনো আফগান ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। শুধু তাই নয়, ১১৬ বলে ৭ ছক্কা ও ১১ চারে দারুণ এই ইনিংসটি সাজান তিনি। সতীর্থ ব্যাটসম্যানরা যখন ব্যর্থ, তখন কি দারুণই না খেলে চললেন! ৮৮ বলে যখন সেঞ্চুরি পূরণ করলেন তখন আফগানদের দলীয় স্কোর ১৩১। অর্থাৎ আফ্রিদির রেকর্ডের ভাগিদার হয়ে গেলেন তিনি।

শাহজাদের আগের চারটি সেঞ্চুরি ছিল নেদারল্যান্ডস, কানাডা, স্কটল্যান্ড, জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০১৫ সালের ডিসেম্বরে শারজায়। অর্থাৎ প্রায় তিন বছর পর সেঞ্চুরি পেলেন, সেটিও কিনা দারুণ কীর্তি গড়ে।

এরআগে আফ্রিদির রেকর্ডে হানা দিয়েও পারেননি দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন সেঞ্চুরি স্পর্শ করেন তখন প্রোটিয়াদের দলীয় রান ছিল ১৩৬। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে শেন ওয়াটসন সেঞ্চুরি ছুঁয়েছিলেন দলীয় ১৩৫ রানে। আর ২০১৫ সালে হ্যামিল্টনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাককালামের সেঞ্চুরি ছোঁয়ার সময় নিউজিল্যান্ডের দলীয় স্কোর ছিল ১৩৮।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ