ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

‘চাচ্চু’র সেই দিঘী এখন কোন ক্লাসে পড়েন, জানেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ২২:০৯:২০
‘চাচ্চু’র সেই দিঘী এখন কোন ক্লাসে পড়েন, জানেন

হলো সেই দীঘি আবারও আসছে। এবার নিজেকে প্রস্তুত করে ভিন্ন রূপে, ভিন্ন উপস্থাপনায়।জানাগেছে, আর মাত্র দুই বছর। এক বছর পড়ালেখার জন্য আর পরের বছর প্রস্তুতির জন্য।

তারপরই এই শিশু শিল্পী বড় পর্দায় ফিরবেন একজন পরিপূর্ণ তারকার অবতারে। প্রার্থনা ফারদিন দীঘি বর্তমানে স্টামফোর্ড স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ছে। আগামী বছরই তার এসএসসি পরীক্ষা। আপাতত পড়ালেখার বাইরে ভিন্ন কোনো চিন্তা মনের মধ্যে নেই।

পরীক্ষা শেষ করেই দীঘি বড়পর্দার প্রস্তুতি হিসেবে শুরু করবে নাচের তালিম আর শরীরচর্চা। এক বছর নিজেকে প্রস্তুত করে আবারও রঙিন জগতে রং ছড়াতে চায় দীঘি।দীঘির ভাষায়, ‘আমার রক্তে অভিনয় খেলা করে, রক্তের সঙ্গেই মিশে রয়েছে সিনেমা।

আগামীর লক্ষ্য যদি বলেন তাহলে অবশ্যই সিনেমাকে বেছে নেব আমি।’বাবা সুব্রত এক সময়ের জনপ্রিয় নায়ক, এখনও তিনি অভিনয়ে ব্যস্ত। আর মা মরহুমা দোয়েল রুপালি ফিতার আমলে ছিলেন দেশের অন্যতম সেরা নায়িকা।

দুইজন সফল নায়ক আর নায়িকার ঔরসজাত একমাত্র সন্তান, তার অস্থিমজ্জাজুড়েই তো থাকবে অভিনয়-এটাই স্বাভাবিক।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ